ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

শিরোপাযুদ্ধে অস্ট্রেলিয়ার রেকর্ড লক্ষ্য ইংল্যান্ডের সামনে

নারী বিশ্বকাপের ফাইনালে অ্যালিসা হিলির ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। শিরোপাযুদ্ধে জিততে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাড়া করতে হবে রেকর্ড ৩৫৭ রানের লক্ষ্য। নারী বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ২৭৮ রানের বেশি চেজ করতে পারেনি কোনো দল।


নারী বিশ্বকাপের ফাইনালেও এটি সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়া গড়েছিল সর্বোচ্চ রানের স্কোর। ভারতের ব্রাবোর্ন স্টেডিয়ামে উইন্ডিজ নারীদের বিপক্ষে ৭ উইকেটে ২৫৯ করেছিল অস্ট্রেলিয়া।


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ফাইনালে সব আলো একাই নিজের দিকে কেড়ে নিয়েছেন অ্যালিসা হিলি। নিজেকে ছাড়িয়ে গিয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন এই ব্যাটার। করেছেন ক্যারিয়ারসেরা ১৭০ রান। এই ব্যাটারের অতিমানবীয় এই ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান করেছে অজিরা।


টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিশাল ওপেনিং জুটি গড়েন অজি দুই ওপেনার হিলি ও রাসেল হায়েন্স। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান করা এই দুই ব্যাটার গড়েন ১৬০ রানের জুটি। হায়েন্স ৭ চারে ৬৮ রান করে এক্লেস্টোনের বলে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। এবারের আসরে হায়েন্স করেছেন ৪৯৭ রান।


তবে হায়েন্সকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্কের স্ত্রী হিলি। সেমি ফাইনালের পর ফাইনালেও টানা সেঞ্চুরি করা হিলি প্রথম ক্রিকেটার হিসেবে নারী বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৪৬ ওভারের সময় আউট হওয়ার আগে হিলি করেছেন ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রান। ১০০ বলে শতক স্পর্শ করা হিলি পরের ৭০ রান করেন মাত্র ৩৮ বলে। ১৭০ রান করার সুবাদে হিলি চলতি বিশ্বকাপে করলেন মোট ৫০৯ রান।


আউট হওয়ার আগে তিনে নামা বেথ মুনিকে নিয়ে ১৫৬ রানের বিশাল জুটি গড়েছেন হিলি। মুনিও করেন ৪৭ বলে ৮ চারে ৬২ রান। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারানোতে ৩৫৬ রানের বেশি করতে পারেনি অজিরা। ইংল্যান্ডের পক্ষে অ্যানিয়া শ্রুবশোল ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন।

ads

Our Facebook Page